Header Ads

Header ADS

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা শুরু

নোয়াখালীতে উৎসবমুখর পরিবেশে উন্নয়ন মেলা শুরু
নোয়াখালী জিলা স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ মেলার উদ্ধোধন করেন শিক্ষা সচিব সোহরাব হোসেন। মেলা উপলক্ষ্যে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে নোয়াখালী জিলা স্কুল মাঠে মেলা মঞ্চে নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসেন।
অলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী পুলিশ সুপার মো. ইলিয়াছ শরিফ, নোয়াখালী সদর উপজেলা চেয়ারম্যান আ্যডভোকেট শিহাব উদ্দিন শাহিন, নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কাজী মুহাম্মদ রফিক উল্লাহ প্রমুখ।
এবারের উন্নয়ন মেলায় ৮৫টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তর তাদের কার্যক্রম তুলে ধরছে। উদ্বোধনী দিনে মেলায় বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।
বিভিন্ন স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম অবহিত করে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। তিন দিনব্যাপী এই মেলার প্রতিদিনের আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, উন্নয়ন সংলাপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
Powered by Blogger.